বিলোনিয়া, ২০ জুলাই৷৷ ভোটার তালিকা সংশোধন সহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন৷ এসব বিষয় নিয়ে বুধবার দক্ষিণ জেলার জেলা শাসক অফিসের কনফারেন্স হলে রাজনৈতিক দলের প্রতিনিধি সংবাদ মাধ্যম এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ ভোটার তালিকা, ভোট গ্রহণ এবং ভোট দানের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলছে নির্বাচন কমিশন৷ এ উপলক্ষে আজ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দক্ষিণ জেলা জেলা শাসকের কনফারেন্স হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ মূলত চারটি সংশোধনী প্রক্রিয়ার উপর সকলকে অবহিত করেন দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক শংকর দেবনাথ৷ সাথে ছিলেন বিলোনিয়া, সাবরুম এবং শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসকগণ৷ এই বিষয়ে বিস্তারিত তুলে ধরতে গিয়ে অতিরিক্ত জেলা শাসক শংকর দেবনাথ জানান, প্রথমত নতুন ভোটার সহ পুরাতন ভোটারদের ভোটার তালিকার সাথে আঁধার কার্ড যুক্ত করতে হবে, তবে সেটা বাধ্যতামূলক নয়৷ এছাড়াও আরো ১১ টি নথির মধ্যে যেকোনো একটি দিলেই চলবে এ বিষয়ে বিএলও সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ শিবির সহ স্ব-স্ব মহকুমায় আগামী ২৮ এবং ২৯ শে জুলাই অনুষ্ঠিত হবে৷ মূলত ভোটের ক্ষেত্রে আরো বেশি স্বচ্ছতা আনতে এই ধরনের উদ্যোগ৷ ভিভি প্যাড এবং ভোটার তালিকায় নাম উঠানো সহ বিভিন্ন সংশোধনীর ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে৷ এখন থেকে প্রতিবছর চারটি পর্যায়ে নতুন ভোটারদের নাম উঠানো যাবে৷ কমিশনের এই ধরনের নিয়মাবলীর উপর রাজনৈতিক দলগুলি তেমন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ সকলেই শুধুমাত্র এই বিষয়ে অবগত হয়েছেন এবং নির্দেশিকা মোতাবেক নিজেদের কার্য নির্বাহ করবেন৷ এ বিষয়ে সকলের সহযোগিতা চেয়েছেন অতিরিক্ত জেলা শাসক শংকর দেবনাথ৷
2022-07-20