আগরতলা, ২০ জুলাই : বুধবার বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে ত্রিপুরা আশা কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি রাজিব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, দেবাশীষ রায় সহ অন্যান্যরা।
এদিনের আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল আশা কর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে চর্চা। আলোচনা সভা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার মহিলা স্বশক্তিকরনের দিকে বিশেষ নজর দিচ্ছে। সে কারণেই আশা কর্মীরা যারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে এদিনের আলোচনা সভা হয়েছে।
তিনি আরো জানান, আশা কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া রয়েছে। সেই দাবিদাওয়া গুলি এদিনের বৈঠকে আলোচনার পর সরকারের কাছে তুলে দেওয়া হবে। পরবর্তী সময় রাজ্য সরকার এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন রাজিব ভট্টাচার্য।