শোপিয়ান, ২০ জুলাই ( হি.স.) : বুধবার সকালে শোপিয়ান জেলার দ্রাদস জৈনপোরায় বিশেষ নিরাপত্তা বাহিনীর হাতে লস্কর সন্ত্রাসবাদীদের এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ধৃত লস্কর সন্ত্রাসীদের সহযোগীর নাম বিলাল আহমেদ দার।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে এই নাকা চেকিং শুরু করে। তল্লাশি চৌকিতে লোকজন ও যানবাহন তল্লাশি করা হয়। এ সময় একটি সাদা রঙের গাড়িটি চেকিং দেখে ফেরানোর চেষ্টা শুরু করেন। এরপর নিরাপত্তা বাহিনী তাকে ধরে ফেলে।
নিরাপত্তা বাহিনী গাড়িটির তল্লাশি চালালে একটি একে-৪৭-এর ম্যাগাজিন এবং অন্যান্য গোলাবারুদ পাওয়া যায়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।