আমবাসা, ২০ জুলাই : মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাজ্যের সাধারণ জনগণ। এমনই অভিযোগ এনে জাতীয় সড়ক অবরোধ করলেন আমবাসা এলাকার ক্ষুব্ধ নাগরিকরা।
জানা গেছে, আমবাসা বেতবাগান রায়পাশা বড়বাড়ি এলাকার বাসিন্দারা দীর্ঘ প্রায় দেড় বছর ধরে পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তার সমস্যায় জর্জরিত। বারবার স্থানীয় আধিকারিকদের জানিয়েও সমস্যার সমাধান হচ্ছে না। স্থানীয় মানুষের বক্তব্য, এলাকায় জল সরবরাহের জন্য পাম্প অপারেটর রয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে পারিশ্রমিক পাচ্ছেন না। সেজন্য তিনিও সময় মত জল সরবরাহ করেন না। স্থানীয় ব্লক থেকে শুরু করে জনপ্রতিনিধি প্রত্যেককে জানিয়েও কোন প্রতিকার মিলছে না বলে অভিযোগ।
এরই পরিপ্রেক্ষিতে এদিন বাধ্য হয়ে ক্ষুব্ধ এলাকাবাসী অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। তারা সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। তবে আশ্বাস অনুযায়ী সমস্যা সমাধান না হলে পুনরাই রাস্তা অবরোধের হুমকি দিয়েছেন স্থানীয়রা।