নয়াদিল্লি, ২০ জুলাই (হি. স.) : চলতি সপ্তাহের সোমবার থেকে করোনার দৈনিক সংক্রমণ ক্রমশ হ্রাস পেতে শুরু করে। বর্তমানে ২০০ কোটির বেশি মানুষ টিকা পেয়েছেন। টিকাকরণের এই ২০০ কোটির মাইলফলক স্পর্শ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন মাইক্রোসফটের কর্নধার বিল গেটস।
নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করতে গিয়ে বিল গেটস লেখেন, ‘টিকাকরণ কর্মসূচিতে ভারতের এই সাফল্যের পিছনে আপনার অবদান অনস্বীকার্য। ২০০ কোটি মানুষের টিকাকরণ খুব সাধারণ ঘটনা নয়। টিকা নেওয়ার জন্য সরকার যেভাবে লাগাতার প্রচার করে মানুষকে উৎসাহিত করছে, তা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। মাইক্রোসফটের তরফ থেকে আপনাকে এবং ভারতের প্রত্যেক নাগরিককে অসংখ্য অভিনন্দন।’ জানা গিয়েছে ডাভোসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে ভারতে টিকাকরণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। ওই বৈঠকে বিল গেটস ভারতের টিকাকরণ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন দুশো কোটির বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। একই সময়ের মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরেছেন ১৬,১১৩ জন। সক্রিয় রোগীর সংখ্যাও কিছুটা হলে কমেছে।