মান্ডি, ১৯ জুলাই (হি.স.): অতি মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের মান্ডি জেলা। মঙ্গলবার সকালে ২.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় মান্ডি জেলায়, এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। ভূমিকম্পের উৎসস্থল ছিল মান্ডি জেলার বারজোহরুতে, ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে। মঙ্গলবার সকাল ৭.৫৩ মিনিট নাগাদ এই কম্পন টের পাওয়া যায়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭.৫৩ মিনিট নাগাদ মান্ডি জেলায় ২.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। হিমাচলের কুল্লু থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণে, মানালি থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। হালকা তীব্রতার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।