নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): বাদল অধিবেশনের দ্বিতীয় দিনও মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি ইস্যুতে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। ফলস্বরূপ সংসদের উভয়কক্ষের অধিবেশন দুপুর দু’টো অবধি মুলতুবি করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা। বিরোধীদের সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।
সংসদের বাইরেই নয়, এদিন লোকসভা ও রাজ্যসভাতেও মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান বিরোধীরা। তুমুল হইহট্টগোলের কারণে দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এদিন লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, নিয়ম অনুসারে সদনের ভিতরে প্ল্যাকার্ড আনার অনুমতি নেই। বিরোধী সাংসদদের স্লোগানের কারণে হাউসের কার্যক্রম দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।
একই অবস্থা দেখা যায় রাজ্যসভাতেও। মূল্যবৃদ্ধি ও অগ্নিপথ ইস্যুতে রাজ্যসভায় আলোচনার দাবি জানায় কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি। কংগ্রেস, বামেরা, আম আদমি পার্টিও আলোচনার দাবি জানাতে থাকে। রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে এবং বিধি ৩৬৭-এর অধীনে অন্যান্য নেতাদের দেওয়া নোটিশগুলি প্রত্যাখ্যান করেছেন।