ধনখড়ের বিপরীতে মার্গারেট, রাহুলদের উপস্থিতিতে মনোনয়ন পেশ বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থীর

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা। মঙ্গলবার দুপুরে সংসদে মনোনয়ন পত্র পেশ করেছেন বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা, সেই সময় তাঁর পাশেই বসেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, এনসিপি প্রধান শরদ পওয়ার, শিবসেনা নেতা সঞ্জয় রাউত প্রমুখ। প্রসঙ্গত, একদিন আগেই উপরাষ্ট্রপতি ভোটের জন্য মনোনয়ন জমা দিয়েছেন এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড়।

উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ও মার্গারেটের মধ্যে এবার লড়াই হবে। ভারতীয় রাজনীতিতে মার্গারেট পরিচিত কংগ্রেস নেত্রী হিসেবেই। ১৯৭৪ সালে প্রথম বার কংগ্রেসের পক্ষে রাজ্যসভার সাংসদ হন তিনি। তারপর ১৯৮০, ১৯৮৬ ও ১৯৯২ সালেও কংগ্রেসের হয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। রাজ্যসভার সাংসদ থাকাকালীন কখনও সংসদীয় মন্ত্রী, কখনও যুবকল্যাণ মন্ত্রক, কখনও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। ১৯৯৯ সালে প্রথম বার কংগ্রেসের টিকিটে কর্ণাটকের উত্তরা করনাড থেকে ভোটে দাঁড়িয়ে লোকসভার সাংসদ হন। কিন্তু ২০০৪ সালে সেই কেন্দ্রে দাঁড়িয়েই পরাজিত হন। তারপর সামলেছেন এআইসিসি-র সাধারণ সম্পাদকের দায়িত্ব।

সেই মার্গারেটই এ বারের উপরাষ্ট্রপতি ভোটে বিরোধী শিবিরের বড় ভরসা। প্রতিপক্ষ ধনখড়ের তুলনায় তিনি অনেক বেশি ওজনদার হলেও, ভোট সংখ্যা মার্গারেটের পক্ষে নেই। উপরাষ্ট্রপতি হিসেবে বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। সংবিধান অনুযায়ী তার আগেই পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়া প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই আগস্টের ৬ তারিখে ভোট হচ্ছে। ১৯ জুলাই প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন যাচাইয়ের প্রক্রিয়া হবে ২০ জুলাই। আর ২২ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *