নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): দেশের ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে সংসদ ভবন এবং সমস্ত রাজ্যের বিধানসভা ভবনে ভোটাধিকার প্রয়োগ করছেন সাংসদ ও বিধায়করা। ভোট গ্রহণ শুরু হয়েছে সোমবার সকাল ১০ টায়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হার লড়াইয়ে দেশের প্রায় ৪,৮০০ জন সাংসদ ও বিধায়ক ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয়ী হওয়া সময়ের অপেক্ষা বলেও মনে করছে রাজনৈতিক মহল।
রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষিত হওয়ার পর থেকেই গোটা দেশজুড়ে সমর্থনের জন্য প্রচার করেছেন দ্রৌপদী মুর্মু, বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্হাও গোটা দেশ জুড়ে প্রচার করেছেন। বিজেপি শিবির মনে করছে, দ্রৌপদী মুর্মুই হতে চলেছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। বিজেপি তথা এনডিএ-র বাইরেও বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, বিএসপি, তেলুগু দেশম, জেডিএস, অকালি দল, শিবসেনা, জেএমএম মুর্মুকে সমর্থন করছেন। এর বাইরে অন্য দলের অনেকে মুর্মুকে ভোট দিতে পারেন। তাই তাঁর জয়ের বিষয়ে অনেকেই আশাবাদী।
ইতিমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিয়েছেন সে রাজ্যের বিধায়করা। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ভোট দিয়েছেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল প্রমুখ। ভোটদান চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ২১ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা, সংসদের সেন্ট্রাল হলে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ ২৫ জুলাই।

