নয়াদিল্লি, ১৮ জুলাই ( হি.স.) : বুধবার সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রে শিবসেনার দুই গোষ্ঠীর একাধিক মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি এন ভি রমনার ডিভিশন বেঞ্চে ওই সব মামলার শুনানি হওয়ার কথা। উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্দে দুই শিবিরই নিজেদের আসল শিবসেনা বলে দাবি করেছে। উভয় শিবির বিদ্রোহী শিবিরের বিধায়কদের সদস্যপদ খারিজের দাবি জানিয়েছে দলত্যাগ বিরোধী আইনে।
উদ্ধব ঠাকরের অনুগামীরা বলছেন, শীর্ষ আদালতে বিধায়ক পদ বাতিলের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মহারাষ্ট্রের শিন্দে সরকারের কোনও বৈধতা নেই। পাল্টা শিন্দে শিবিরের দাবি, বিধায়কদের অধিকাংশই তাদের দিকে আছেন। ফলে তারাই আসল শিবসেনা। দুই পক্ষই তাকিয়ে রয়েছে বুধবারের রায়ের দিকে।
এরই মধ্যে উদ্ধব শিবিরের অন্যতম নেতা এবং সংসদ সঞ্জয় রাউত রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন। তাঁর মতে, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায় না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি থাকা উচিত।