চেন্নাই, ১৮ জুলাই (হি.স.): করোনা-মুক্ত হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। করোনার থেকে সেরে ওঠার পর হাসপাতাল থেকে ছুটি পেয়েই ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন স্ট্যালিন। সকাল দশটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর সচিবালয় কমপ্লেক্সে সর্বপ্রথম ভোট দেন স্ট্যালিন। এরপর অন্যান্য বিধায়করা ভোট দেন।
প্রসঙ্গত, তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে এবং সহযোগীরা বিরোধীদের পছন্দ যশবন্ত সিনহাকে সমর্থন করছে, অন্যদিকে প্রধান বিরোধী দল এআইএডিএমকে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করছে। কাবেরী হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরই ফোর্ট সেন্ট জর্জ ক্যাম্পাসে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি গত ১২ জুলাই করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন এবং হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর সুস্থ হয়ে উঠেছেন।