নয়াদিল্লি, ১৭ জুলাই ( হি.স.) : রবিবার উত্তর প্রদেশের রামপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন এক টুইট বার্তায় প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, “উত্তরপ্রদেশের রামপুরে সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলেই সম্ভাব্য সবরকম সাহায্যে নিয়োজিত রয়েছে।