Mithali Express:১১ দিনের পর ফের চালু মিতালি এক্সপ্রেস, ১৩০ জন যাত্রী নিয়ে পাড়ি দিল ঢাকা

হলদিবাড়ি, ১৭ জুলাই (হি.স.) : রবিবার থেকে ফের চালু হল মিতালি এক্সপ্রেস। দীর্ঘ ১১ দিনের বিরতির পর এদিন সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী নিয়ে এনজেপি স্টেশন থেকে ছেড়ে আন্তর্জাতিক হলদিবাড়ি স্টেশন হয়ে ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনের উদ্দেশে রওনা দেয়।

পবিত্র ইদুজ্জোহা উপলক্ষ্যে গত ৬ জুলাই থেকে অস্থায়ীভাবে বন্ধ রাখা হয় মিতালি এক্সপ্রেস ট্রেনটির পরিষেবা। সেই অনুযায়ী গত ৫ জুলাই শেষবারের মতো বাংলাদেশ থেকে আসে ট্রেনটি। সেদিন ১২০ জন যাত্রী নিয়ে ট্রেনটি খালপাড়ার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে হলদিবাড়ি স্টেশনে আসে। তারপর ১১ দিনের বিরতির পর রবিবার সবচেয়ে বেশি ১৩০ জন যাত্রী নিয়ে এনজেপি স্টেশন থেকে ছেড়ে আন্তর্জাতিক হলদিবাড়ি স্টেশন হয়ে ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনের উদ্দেশে রওনা দেয়।