ধৌলপুর(রাজস্থান), ১৭ জুলাই ( হি.স.) : শনিবার রাতে রাজস্থানের ধৌলপুর জেলার নিহালগঞ্জ থানার অধীনে একটি সবজির বাজারে একটি বড় অগ্নিকাণ্ড ঘটেছে বলে স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে। আগুনের লেলীহান শিখায় ১২টিরও বেশি দোকান ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। তবে আগুনে ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
2022-07-17