মুম্বই, ১৬ জুলাই ( হি.স.) : পালঘরে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে ধাক্কা খেয়েছেন। পঞ্চাশজন নেতা তাকে ত্যাগ করে মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের সঙ্গে যোগ দিয়েছেন। এর মধ্যে রয়েছেন সাংসদ রাজেন্দ্র গাবিতসহ বহু বিধায়ক ও পদাধিকারীরা।
রাজেন্দ্র গাবিত একনাথ শিন্দের সঙ্গে দেখা করে সমর্থনের ঘোষণা দিয়েছেন। শিন্দের সঙ্গে সাক্ষাতের সময় বিধায়ক শ্রীনিবাস ওনেগা, পালঘর জেলা সভাপতি রাজেশ শাহ, জেলা পরিষদের সদস্য প্রকাশ নিকম, জেলার কয়েকটি শহর পঞ্চায়েতের কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য এবং কর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে মীরা ভাইন্দরের আটজন কর্পোরেটর শিন্দে গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন। এই সমস্ত লোকেরা তিন দিন আগে বিধায়ক প্রতাপ সরনায়েকের সঙ্গে শিন্দের সঙ্গে দেখা করেছিলেন।

