নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ জুলাই৷৷ তেলিয়ামুড়া হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্য কর্মীরাই করোনার বিধি নিষেধ মানছে না৷ মাস্ক পরিধান না করেই স্বাস্থ্য পরিষেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে৷ এমনকি বুস্টার ডোজও মাস্ক পরিধান না করেই দিব্যি প্রদান করা হচ্ছে৷ তাতে জনমণে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ মহকুমা হাসপাতালে করোনার সরকারি বিধি-নিষেধকে আদ্য শ্রাদ্ধ করে দেদার ভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে স্বাস্থ্যকর্মীরা৷ মহকুমা হাসপাতালে মাস্ক বিহীন স্বাস্থ্য কর্মীদের ছয়লাপ৷ এমনটাই দৃশ্য প্রত্যক্ষ করা গেল শনিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে গিয়ে৷ এতে করে করনার গোষ্টি সংক্রমনের আশঙ্কা করছে সচেতন মহল৷ এদিন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে গিয়ে প্রত্যক্ষ করা গেল, হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সিকিউরিটি গার্ড সহ একাংশ অসচেতন মহল করোনার সরকারি বিধি-নিষেধের আদ্য শ্রাদ্ধ করে বিনা মাস্কে ঘুরাফেরা করছে৷ হাসপাতালে কর্তব্যরত একাংশ চিকিৎসক সহ ছোট বাচ্চাদের টিকাকরনের দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মীরা সরকারি নিয়ম নির্দেশিকাকে কলাপাতা বানিয়ে বিনা মাস্কে দেদার ভাবে প্রদান করছে স্বাস্থ্য পরিষেবা৷ এ বিষয়ে যখন হাসপাতালে কর্তব্যরত এক অসচেতন স্বাস্থ্যকর্মীর নিকট জানতে চাওয়া হয়, তিনি সাফ জানিয়ে দেন হাসপাতালের তরফে নাকি উনাকে মাস্ক পরিধানের কথা বলা হয়নি, তাই উনি মাস্ক লাগাবেন না৷ সমাজের সচেতন মহল জুড়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে যে, তবে কি তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের তরফে করোনার সরকারি বিধি নিষেধগুলিকে মান্যতা দেওয়ার জন্য হাসপাতাল কর্মীদের বলা হয়নি৷ অন্যদিকে, হাসপাতালে সাংবাদিকদের আসার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা ছুটে আসেন এবং সাংবাদিকদের ক্যামেরার সামনে ওই সকল অসচেতন স্বাস্থ্য কর্মীদের মাস্ক ব্যবহার করার জন্য সচেতন করতে উদ্যত হন৷ মহাকুমা স্বাস্থ্য অধিকারিক চন্দন দেববর্মা সাফ জানিয়ে দেন যদি হাসপাতালে কর্মরত কোন কর্মী মাস্ক পরিধান না করে তাহলে প্রশাসনের তরফে তাদের জরিমানা করা হোক৷ এদিন হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান কেন্দ্র অর্থাৎ শিশু টিকা কেন্দ্রেও দেখা গেল বিনা মাস্কে স্বাস্থ্য কর্মীরা ছোট ছোট শিশুদের টিকা প্রদান করছে৷ এতে করে সমাজের সচেতন মহল জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং করোনার গোষ্টি সংক্রমণের আশঙ্কা তো থেকেই যাচ্ছে৷
2022-07-16