Guwahati:গুয়াহাটির ভাঙাগড়ে বিধ্বংসী আগুন, হত মহিলা, ছাই চারটি বসতবাড়ি

গুয়াহাটি, ১৬ জুলাই (হি.স.) : গুয়হাটি মহানগরের ভাঙাগড়ে বিধ্বংসী এক অগ্নিকাণ্ডে এক মহিলার করুণ মৃত্যু হয়েছে। আগুনে ভস্ম হয়ে গেছে চারটি বসতবাড়ি। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অগ্নিকাণ্ডের কারণ।

আজ শনিবার বেলা প্রায় বারোটা নাগাদ গুয়াহাটির অন্যতম প্রাণকেন্দ্র ভাঙাগড়ের উদয়াচল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। আগুনের কবলে পড়ে এক এক করে ছয়টি রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এতে আগুনের লেলিহান শিখা আশপাশের বসতঘরকে গ্রাস করে ফেলে। জনৈক মহিলা দ্রৌপদী রায় ঘরের ভিতরে আটকে পড়লে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

ভাঙাগড় থানার পুলিশ আধিকারিক জানান, ঘটনার খবর পেয়ে তিনটি ইঞ্জিন নিয়ে অগ্নিনিৰ্বাপক বাহিনী অকুস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনে সম্পূৰ্ণরূপে ভস্ম হয়ে গেছে চারটি ঘর। ছাই হয়ে গেছে ঘরগুলির ফ্রিজ, স্টিলের আলমিরা, বিছানা, ফ্যান, সোফা ইত্যাদি যাবতীয় আসবাবপত্র এবং পড়ুয়াদের বইপত্র ও বহু মূল্যবান নথিপত্র।

পুলিশ আধিকারিক জানান, দৈনন্দিন কাজ থেকে ঘরে ফিরে দুপুরের খাবার রান্নায় গিয়েছিলেন দ্ৰৌপদী রায়। গ্যাস সিলিন্ডার খুলতেই তাঁর অজ্ঞাতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তাঁর শরীরের ৮০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়ে গেছে। অগ্নিদগ্ধ দ্ৰৌপদীকে দমকলের জওয়নরা ঘর থেকে কোনও রকম বের করলে তাঁকে নিকটস্থ গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরু করার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এছাড়া আগুনে পোড়ে মৃত্যু হয়েছে গৃহপালিত একটি কুকুরেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *