খার্তুম, ১৬ জুলাই ( হি.স.) : শুক্রবার সুদানের নীল রাজ্যে উপজাতি সংঘর্ষে অন্তত ৩১ জন মারা গিয়েছে। ব্লু নাইল সরকার বিষয়টি নিশ্চিত করেছে। রাজ্য নিরাপত্তা কমিটি জানিয়েছে, শুক্রবার কয়েকটি শহরে উপজাতি সংঘর্ষে প্রচণ্ড রক্তপাত হয়েছে। এ সংঘর্ষে ৩১ জন নিহত ও ৩৯ জন আহত হয়। ধ্বংস হয়েছে ১৬টি দোকান।
ব্লু নাইল সেফটি কমিটি জানিয়েছে, নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়েছে। পরিস্থিতির গুরুতর বিবেচনায় আল-দামাজিন ও আল-রৌসারিসে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বার্টি ও হাউসা উপজাতির মধ্যে এই সংঘর্ষ হয়েছিল। নীল রাজ্যটি ইথিওপিয়ার সীমান্তে পূর্ব সুদানে অবস্থিত। এখানে রজিয়ার্স ড্যাম। এখানেই সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়। এ দ্বন্দ্বের কারণে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

