জয়পুর, ১৫ জুলাই (হি.স.): এবার ইন্ডিগোর বিমানে যান্ত্রিক গোলযোগ। দিল্লি থেকে ভাদোদরাগামী বিমানকে বৃহস্পতিবার রাতে জয়পুরে অবতরণ করানো হয়েছে। ইন্ডিগো জানিয়েছে, বিমানের ইঞ্জিনে কম্পন অনুভূত হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই বিমানটিকে জয়পুরে অবতরণ করানো হয়েছিল। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ।
শুক্রবার সকালে ডিজিসিএ জানিয়েছে, ইন্ডিগোর দিল্লি থেকে ভাদোদরাগামী বিমান বৃহস্পতিবার রাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জয়পুরে অবতরণ করেছে। ইঞ্জিনে কম্পনের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।