Shubhendu Adhikari:সিআইডিকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টার অভিযোগ শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৫ জুলাই (হি. স.) : ‘সিআইডিকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে’। এইমসকাণ্ডে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার ব্যাপারে শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা প্রচারমাধ্যমে বলেন, ‘তথ্য প্রমাণ ছাড়াই এফআইআর হয়েছে।

অভিযোগ বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তাঁর পুত্রবধূ অনসূয়া ঘোষকে চাকরি পাইয়ে দিয়েছেন। আর বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর মেয়েকে চাকরি করিয়ে দিয়েছেন। এই মামলার তদন্তভার নিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি। শুক্রবার চাকদার বিজেপি বিধায়কর পুত্রবধূকে ভবানীভবনে তলব করে সিআইডি। কিন্তু তিনি হাজিরা দেননি।

সূত্রের খবর, সিআইডি-র কাছে মেল করেন তিনি। বিশেষ কারণে আসতে পারেননি বলে জানিয়ে ১০ দিন সময় চেয়েছেন। এদিকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি পৌছয় সিআইডি। আর এরপরেই সিআইডি ভূমিকা নিয়ে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।প্রসঙ্গত, কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগে কাঠাগড়ায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে। আজই বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বাড়িতে যায় সিআইডি। এই মামলায় আগেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে। উল্লেখ্য এই মামলায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি-র অফিসারেরা। এবং তাতে রীতিমত হুমকিও দিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। মূলত বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে কল্যাণী এইমসে-এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ উঠছে।