আগরতলা, ১৫ জুলাই : ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সমিশন কাউন্সিলের উদ্যোগে শুক্রবার টিভি অ্যাসোসিয়েশন হলে রাজ্যের রক্তশূন্যতা দূরীকরণের জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্যরা।
এদিনের বৈঠক সম্পর্কে বিস্তারিত তুলে ধরে প্রণব বাবু বলেন, কিভাবে রক্তের ঘাটতি মেটানো যায় রাজ্যে সে ব্যাপারে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, রাজ্যে বর্তমান সময়ে ব্যাপক রক্তের ঘাটতি রয়েছে। কিভাবে এই রক্তের ঘাটতিকে কমিয়ে আনা যায় সে ব্যাপারে এদিকে নিয়ে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে ক্লাবগুলিকে সচেতন করে দেওয়া হয়েছে। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাব ফোরামের বিভিন্ন সদস্য থেকে শুরু করে এনজিওরা।