নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে৷ দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই৷ রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের সঙ্গে প্রতারণা ও প্রতিশ্রুতির খেলাপ করে চলেছে বলে গুরুতর অভিযোগ করেছে ডিওয়াইএফআই৷ শুক্রবার ছাত্র যুব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং রাজ্য সভাপতি পলাশ ভৌমিক৷ সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং তথ্যমন্ত্রী কিছুদিন পরপরই সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে গিয়ে যেসব তথ্য তুলে ধরার চেষ্টা করছেন তাতে যুবসমাজ রীতিমতো বিভ্রান্ত৷ মন্ত্রিসভায় চাকুরি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বললেও বাস্তবে বেকারদের চাকরিতে নিয়োগ করা হচ্ছে না৷ বেকার যুবক যুবতীদের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের বিভ্রান্তিকর বিষয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ করা হয়৷ ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমে লাগামহীন দুর্নীতি চলেছে৷ এসব দুর্নীতির তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হচ্ছে৷ ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের দায়িত্বভার একজন রাজনৈতিক নেতার হাতে তুলে দিয়ে লুটতরাজ চালানোর চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন৷ পলাশ বাবু বলেন বিগত বামফ্রন্ট সরকারের আমলে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম থেকে বেকারদের বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়া হতো৷ বর্তমানে শিল্প উন্নয়নগণ থেকে ঋণ প্রদানও বন্ধ করে দেওয়া হয়েছে৷ শুধু তাই নয় শিল্প উন্নয়ন নিগমের কিছু লোকজন কাটমানি আদায় সিদ্ধহস্ত হয়ে উঠেছেন৷ কাটমানির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে প্রাণ কোম্পানির মত একটি কোম্পানি রাজ্য ছেড়ে চলে গেছে বলেও তিনি উল্লেখ করেন৷আউটসোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগের তীব্র প্রতিবাদ জানিয়ে বেকারদের কর্মসংস্থানের ইস্যুতে ডিওআইএফআই রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়৷
2022-07-15