নয়াদিল্লি, ১৫ জুলাই (হি. স.) : শুক্রবার ভোরে দিল্লির কনৌট প্লেসে একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ভোর সাড়ে ৫টা নাগাদ খবর পেয়ে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। যদিও ঘটনায় এখনও পর্যন্ত এক ব্যক্তি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে দিল্লির কনৌট প্লেসে ক্যাফে হাই-৫-এ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারাই ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখে দমকলে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌছয় দমকলের ছয়টি ইঞ্জিন। আগুন খুব দ্রুত অনেকটাই ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে, রেস্তরাঁর কোনও আসবাব থেকেই আগুন লেগেছিল। রেস্তরাঁর ভিতরের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলেন জানা গিয়েছে।

