কলকাতা, ১৫ জুকলকাতা, ১৫ জুলাই (হি. স.): গত কয়েকদিন ধরেই শহর জুড়ে বেড়েছে করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত । করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই ফের কলকাতাতে বুস্টার ডোজ চালু । শুক্রবার সকাল থেকেই কলকাতাতে চালু হয়েছে বুস্টার ডোজ । চেতলার মেয়রস হেলথ ক্লিনিকে শুরু বুস্টার ডোজ ।
শুক্রবার থেকে ১৮ থেকে ৬০ বছরের বয়েসীদের দেওয়া হচ্ছে বুস্টার ডোজ । বুস্টার ডোজ ৪টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং ৮টি মেগা সেন্টারে দেওয়া হবে । এছাড়াও ১৭ টি নতুন কেন্দ্রে দেওয়া হবে বুস্টার ডোজ । মোট ১১৬ টি কেন্দ্র থেকে দেওয়া হবে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ । অপরদিকে আজ থেকেই দেশে ১৮ বছরের বেশি বয়সীদের বিনামূল্যে দেওয়া হচ্ছে করোনার বুস্টার ডোজ । তাই এদিন সকালে চেতলার মেয়রস হেলথ ক্লিনিকে শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়া ।তার জন্য সকাল থেকেই চেতলার বাসিন্দাদের দীর্ঘ লাইন পড়েছে। এমনকি চেতলার এই হেলথ ক্লিনিক থেকেই পুরসভার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বুস্টার ডোজ । ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ৭৫ দিন ধরে এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে ।

