কোচবিহার, ১৫ জুলাই (হি.স.): কোচবিহারে পুলিশের জালে ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সিতাই থানার চামটা এলাকা থেকে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম-মহম্মদ হাফিজুর রহমান। ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে সিতাই থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি বাংলাদেশের লালমোনিহাট জেলায়। মহম্মদ হাফিজুর রহমান ২০১৮ সাল থেকে অবৈথ ভাবে ভারতে বসবাস করছিল। তার কাছ থেকে জাল আধারকার্ড উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ৪ বছর অবৈধভাবে ভারতে থাকার পর অবশেষে গ্রেফতার করা হয়েছে ওই বাংলাদেশি নাগরিককে।