কেরলে মাঙ্কিপক্সের উপসর্গ মিলল আমিরশাহী ফেরত ব্যক্তির শরীরে, রিপোর্টের অপেক্ষায় স্বাস্থ্য দফতর

তিরুঅনন্তপূরম, ‍১৪ জুলাই (হি. স.) : কেরলে মাঙ্কিপক্সের উপসর্গ মিলল আমিরশাহী ফেরত এক ব্যক্তির শরীরে। পুনের ভাইরোলজি ইনস্টিটিউটে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহী। তিনদিন আগে তিনি রাজ্যে ফেরেন। ফেরার পর থেকে তাঁর শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করা হয়েছিল। নমুনা পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে। আপাতত স্বাস্থ্য দফতর সেই রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

তাঁর শরীরে যে সব লক্ষ্মণ দেখা গিয়েছে, সাধারণভাবে মাঙ্কিপক্সে আক্রান্তের শরীরে সেই সব উপসর্গ দেখা দেয়। সে কারণে স্বাস্থ্য দফতর মনে করছে সংযুক্ত আরব আমিরশাহী ফেরত ওই ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তাকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন, তাদেরকেও পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
প্রসঙ্গত, এই মুহূর্তে বিশ্বের অন্তত ৬০ টি দেশ মাঙ্কিপক্সের কবলে। এখনো পর্যন্ত ১০৪০০ টি কেস নথিবদ্ধ হয়েছে। মাঙ্কিপক্স ছোঁয়াচে রোগ বলেই জানা যায়। ১২ ই জুলাই পর্যন্ত শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রেই ১৭৩৫ টি নিশ্চিত আক্রান্তের খবর পাওয়া গেছে। যেখানে স্পেনে ২৪৪৭ জন আক্রান্ত হয়েছেন মাঙ্কিপক্সে। জার্মানি, ফ্রান্স, গ্রিস এবং অন্যান্য ইউরোপিয়ান দেশেও মাঙ্কিপক্স ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। স্বাভাবিকভাবেই এবার ভারতেও মাঙ্কিপক্সের দেখা মেলায় চরম উদ্বেগে স্বাস্থ দফতর।