Nabendu Bhattacharya:বিশ্রামগঞ্জে কংগ্রেসের সভায় হামলা ও গাড়ি ভাঙচুরে বিজেপি কার্যকর্তারা জড়িত নয়, দাবি নবেন্দু ভট্টাচার্য্যের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ বিশ্রামগঞ্জে কংগ্রেসের সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের সঙ্গে বিজেপি দলের কোন কর্মকর্তা জড়িত নেই বলে স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছে দল৷ গত তিন দিন আগে বিশ্রামগঞ্জে কংগ্রেসের সভায় প্রকাশ্য দিবালোকে হামলা ও নেতাদের দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়৷ ঘটনার পর অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে কংগ্রেস৷ বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহাকে জানানো হয়৷ 

বিজেপির রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য স্পষ্টিকরণ দিয়ে বলেছেন, বিশ্রামগঞ্জে হামলার ঘটনায় যাদের নাম কংগ্রেস দলের তরফ থেকে উল্লেখ করা হয়েছে তাদের কেউ বিজেপির কর্মকর্তা নন৷ তারা যারাই হোক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ৷ এ ব্যাপারে দলের পক্ষ থেকেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে৷ দলীয় কোন কর্মকর্তা যাতে কোন ধরনের ফাঁদে পা না দেন সেজন্য দলের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে৷ 

নবেন্দু ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে পাল্টা অভিযোগ করেছেন, বিজেপির বিরুদ্ধে কংগ্রেস দল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে৷ তিনি রাজ্যের বিরোধী দল সিপিএমের ভূমিকারও তীব্র সমালোচনা করেন৷ দলীয় মুখপাত্র বলেন বিগত ২৫ বছরে বামফ্রন্টের আমলে তৎকালীন বিরোধী দল কংগ্রেস দলের নেতা আক্রান্ত হয়েছেন প্রাণ হারিয়েছেন৷ তাদের অনেকেই বাধ্য হয়ে বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন৷ অথচ সেই সিপিআইএম দল এখন কংগ্রেসের জন্য মায়া কান্না কাঁদছে৷ কংগ্রেস দলের নেতারা আক্রান্ত হয়েছে বলে সিপিআইএম সাংবাদিক সম্মেলন করছে বিবৃতি দিচ্ছে৷ এটি তাদের দ্বিচারিতা বলেও তিনি উল্লেখ করেন৷ 

নবেন্দুবাবু বলেন, এ থেকেই বুঝা যাচ্ছে তারা কি অবস্থান নিচ্ছে৷ এ বিষয়ে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন তিনি৷ প্রসঙ্গক্রমে নবেন্দুবাবু আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সাংগঠনিকভাবে ও দলীয় কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন৷ কংগ্রেস ও সিপিআইএম উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে৷ বিজেপির মুখপাত্র এ ধরনের কার্যকলাপের তীব্র বিরোধিতা ও নিন্দা জানিয়েছেন৷ 

তিনি বলেন, সমাজবিরোধী শক্তি অশান্তির পরিবেশ কায়েম করার চেষ্টা চালাচ্ছে৷ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ যারা সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত তাদের কোন ধরনের রাজনৈতিক রঙ বিচার করা হবে না বলেও তিনি জানান৷ কংগ্রেস নেতৃত্বেও প্ররোচনার ফাঁদে পা না দিতে আহ্বান জানিয়েছেন নবেন্দুবাবু৷ বিজেপির কর্মীদের লক্ষ্য করে কুমন্তব্য না করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *