শ্রীনগর, ১৪ জুলাই (হি.স.): খারাপ আবহাওয়ার কারণে আবারও সাময়িকের জন্য স্থগিত করে দেওয়া হল অমরনাথ যাত্রা। বৃহস্পতিবার নুনওয়ান পহেলগাম বেস ক্যাম্প থেকে অমরনাথ গুহার দিকে যেতে দেওয়া হয়নি তীর্থযাত্রীদের। ভারী বৃষ্টিপাতের কারণেই নুনওয়ান পহেলগাম বেস ক্যাম্প থেকে থামানো হয়েছে পুণ্যার্থীদের। তবে, ধুমাইলের দিক থেকে যাত্রা চলছে, এদিনই ৫ হাজার ৯৮২ জন তীর্থযাত্রী পবিত্র গুহার উদ্দেশে রওনা হয়েছেন।
প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে ভারী বৃষ্টিপাতের কারণে নুনওয়ান পহেলগাম বেস ক্যাম্প থেকে যাত্রা স্থগিত করা হয়েছে। তবে ধুমাইলের দিক থেকে যাত্রা চলছে, ৫ হাজার ৯৮২ জন তীর্থযাত্রী পবিত্র গুহার উদ্দেশে রওনা হয়েছেন। এদিকে, কঠোর নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার ভোরেই ৫ হাজারেরও বেশি তীর্থযাত্রীর আরেকটি দল জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে পবিত্র অমরনাথ গুহা মন্দির দর্শনের জন্য রওনা দিয়েছে। ১৫ তম ব্যাচে ৫,৪৪৯ জন ২০১টি গাড়িতে নুনওয়ান পহেলগাম ও বালতালের উদ্দেশে রওনা হয়েছেন। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকেই উপত্যকায় আবহাওয়ার উন্নতি হতে পারে।