জামুগুড়িহাট (অসম), ১৩ জুলাই (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত জামুগুড়িহাটের পানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জনৈক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবককে শ্রীমন্ত দাস বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, আজ বুধবার সকালে শ্রীমন্ত দাস তাঁর বাড়ির একটি ঘরে সিলিং ফ্যান মেরামতি করেন। সিলিং ফ্যানটি মেরামত করে নীচে নেমে তিনি চুইচ দিতে গেলে বিদ্যুতের সংস্পর্শে এসে যান। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার তাঁর উন্নত চিকিৎসার জন্য তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র দু মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তরতাজা যুবকের মৃত্যুতে নববধূ সহ তাঁর বাবা-মার বিলাপে গোটা গ্রাম শোকাচ্ছন্ন হয়ে পড়েছে।