নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): গুরু পূর্ণিমা উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানবজাতিকে অনুপ্রাণিত ও পরামর্শদানকারী সমস্ত অনুকরণীয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন হিসেবে বর্ণনা করেছেন তিনি। গুরু পূর্ণিমার শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন, “গুরু পূর্ণিমার শুভেচ্ছা। এই দিনটি সমস্ত অনুকরণীয় গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন, যারা আমাদের অনুপ্রাণিত করেছেন, আমাদের পরামর্শ দিয়েছেন এবং জীবন সম্পর্কে আমাদের অনেক কিছু শিখিয়েছেন। আমাদের সমাজ শিক্ষা ও প্রজ্ঞাকে অত্যন্ত গুরুত্ব দেয়। আমাদের গুরুদের আশীর্বাদ ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাক।”
আষাঢ় পূর্ণিমা উপলক্ষ্যেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “আষাঢ় পূর্ণিমার শুভক্ষণে শুভেচ্ছা। আমরা ভগবান বুদ্ধের মহৎ শিক্ষাগুলি স্মরণ করি এবং একটি ন্যায় ও সহানুভূতিশীল সমাজের তাঁর আলোকিত দৃষ্টিভঙ্গি উপলব্ধি করার জন্য আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।” বুদ্ধ জ্ঞানলেভার পর এই দিনে তাঁর প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন বলে মনে করা হয়।