Deputation:টেট পরীক্ষার দাবীতে বোর্ডের চেয়ারম্যানকে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ অবিলম্বে টেট পরীক্ষা গ্রহণ করার জন্য টি আর বি টি বোর্ডের চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছেন অল ত্রিপুরা বি এড ও ডি এল এড উত্তির্নরা৷ রাজ্যে আরও বেশ কিছু সংখ্যক বি এড ও ডি এল এড উত্তীর্ণরা টেট পরীক্ষা প্রদানের অপেক্ষায় রয়েছেন৷ কিন্তু টেট পরীক্ষা গ্রহণের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে না৷ তাতে এইসব চাকরি প্রার্থীরা উদ্বেগ উৎকন্ঠায় দিনাদিপাত করছেন৷ অবিলম্বে যাতে টেট পরীক্ষা গ্রহণ করা হয়  সেজন্য মঙ্গলবার  অল ত্রিপুরা বি এড ও ডি এল এড উত্তীর্ণরা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে দ্রুত পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন৷ বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন তারা পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুত৷ তবে পরীক্ষার দিনক্ষণ তারা ঘোষণা করেন না৷ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলে তারা যেকোনো সময় পরীক্ষা নিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন৷
উল্লেখ্য দীর্ঘদিন ধরেই বিএড ও ডি এল এড উত্তীর্ণরা টেট পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছেন৷ অবিলম্বে টেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা না হলে তারা আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *