Tipra Matha:বিভিন্ন দাবীতে সাতচাঁদ ব্লকে তিপরা মথার ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের সাতচাঁদ ব্লকে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে তিপরা মথা দল৷  ডেপুটেশন প্রদানকালে অভিযোগ করা হয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি খেলাপ করেছে বর্তমান রাজ্য সরকার৷ প্রতিশ্রুতি খেলাপের প্রতিবাদে সাতচাঁদ ব্লকে ডেপুটেশন প্রদান করেছে তিপরা মথা  দল৷  মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের সাতচাঁদ ব্লকে এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ব্লকের বিডিওর কাছে তিপ্রামথা দলের উদ্যোগে দেওয়া হয় ডেপুটেশন৷ দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রেগার মজুরি বৃদ্ধি, রেগার শ্রমদিবস বৃদ্ধি করা, এলাকার যে সমস্ত বাজার শেড হয়েছে সেগুলি গুলি এখনো বন্টন করা হয়নি, সেগুলি  সুষ্ঠুভাবে বন্টন, এলাকার রাস্তাঘাট সংস্কারসহ  আরো অন্যান্য দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন প্রদান করা হয়৷  ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এম ডি সি দেবজিত ত্রিপুরা, মনু কেন্দ্রের তিপ্রামথা দলের সভাপতি মনীন্দ্র ত্রিপুরা৷ ডেপুটেশন প্রদান কর্মসূচীতে এসে এম ডি সি দেবজ্যোতি ত্রিপুরা অভিযোগ করেন বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যের জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় আসার পর সেইসব প্রতিশ্রুতি পালন করেনি৷ সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন তিনি৷ বিজেপির ভিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করার জন্য তিনি দাবি জানিয়েছেন৷ ত্রিপুরা সুশাসিত জেলা পরিষদ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে বর্তমান সরকার জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুশিয়ারি দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *