আগরতলা, ১২ জুলাই৷৷ বিশ্রামগঞ্জ বাজারে কংগ্রেসের সাংগঠনিক সভায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা৷ এআইসিসির সম্পাদিকা জারিতা লাইটফ্রাঙ্গ এবং প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহার গাড়ি ভাঙচুর করা হয়েছে৷ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে কংগ্রেস দল৷ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে৷
মঙ্গলবার বিশ্রামগঞ্জ বাজারে কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়৷ সাংগঠনিক সভা চলাকালে বিজেপির কতিপয় দুর্বৃত্ত কংগ্রেসের সাংগঠনিক সভায় হামলা ও ভাঙচুর চালায়৷ তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ দুর্বৃত্তরা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা জারিতা লাইটফ্লাং এবং প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা গাড়ি ভাঙচুর করেছে৷ পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে এই সন্ত্রাসের ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ৷ পুলিশ সবকিছু দেখেশুনেও নিরব দর্শকের ভূমিকা পালন করেছে৷ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে কংগ্রেস দল৷
মঙ্গলবার বিকেলে আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিশ্রামগঞ্জ বাজারে কংগ্রেসের সভায় হামলার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়৷ কংগ্রেস দলের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন পুলিশের সামনে বিজেপির কতিপয় দুষৃকতিকারী প্রকাশ্য দিবালোকে কংগ্রেস নেতাদের গাড়ি ভাঙচুর করে এবং কংগ্রেসের সাংগঠনিক সভায় হামলা চালায়৷ এ ধরনের হামলার ঘটনাকে গণতন্ত্রের উপর চরম আঘাত বলে আখ্যায়িত করা হয়েছে৷ কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদিকা জারিতা লাইটফ্রাঙ্গ অভিযোগ করেছেন সরকার জনগণের সুরক্ষা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে৷ এ রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷ এ ধরনের রাজনৈতিক সন্ত্রাসের যোগ্য জবাব দিতে প্রস্তুত হতে আহ্বান জানিয়েছেন তিনি৷ এদিন কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয় প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মার সমাপ্তি ভাষণের পর শুরু হয় হামলা৷
বিজেপির পার্টি অফিস থেকে জয় শ্রীরাম শ্লোগান দিয়ে বেরিয়ে এসে হামলা করে বলে জানিয়েছেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা৷ থানার পুলিশ ইনচার্জকে সামনে রেখে গাড়িগুলি ভাঙচুর করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷ বিশ্রামগঞ্জে হামলার পর মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন কেন্দ্রীয় নেত্রী৷ আশীষ সাহা আরো বলেন,পুলিশ স্বচক্ষে দেখেও নীরব ছিল৷ পুলিশের ভুমিকা নিন্দাজনক৷ প্রশাসন বা দলীয় কর্মীরা মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিচ্ছেন না বলেও উল্লেখ করেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা৷
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ভারতবর্ষে কোথাও যদি জঙ্গলরাজের উদাহরণ থাকে তাহল ত্রিপুরা৷ তিনি বলেন, মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী যদি গ্রিনিজ বুকে নাম উঠায় তাহলে রাজ্যবাসী দুহাত ভরে সাধুবাদ জানাবেন৷ বিরোধী দলের নেতাকর্মীদের উপর প্রতিনিয়ত আক্রমণ করছে, তা দুর্বলতার লক্ষণ বলেও উল্লেখ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷ তিনি দৃঢ়তার সঙ্গে বলেন ছয়মাস পর এই সরকারটা আর থাকছে না৷ বিজেপি কর্মীরা ব্যবহৃত হচ্ছে বাজে নেতৃত্বের দ্বারা বলেও তিনি মন্তব্য করেন৷ সুদীপ রায় বর্মণ বলেন, বিজেপির গুন্ডারা টিএসআর জওয়ানদের লাঠি নিয়ে তাড়া করেছে৷
বিশ্রামগঞ্জ বাজারে কংগ্রেস দলের জেলা ও ব্লক স্তরের সভায় আসা কংগ্রেস নেতৃত্বের গাড়ী ভাংচুর করে দুষৃকতীরা৷ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কৈলাসহর নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা৷ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তিনি৷ সাংবাদিক সম্মেলনে বীরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন যুব কংগ্রেস নেতৃত্ব নজরুল ইসলাম ও শানু চৌধুরী৷ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে এগারটা নাগাদ বিশ্রামগঞ্জ বাজারে কংগ্রেস কর্মী দুলাল ঘোষের বাড়িতে জেলা ও ব্লক স্তরের সভা ছিল৷ সেই সভায় যোগ দেন প্রাক্তন বিধায়ক আশীষ সাহা, এআইসিসি এর সম্পাদিকা তথা ত্রিপুরার দায়িত্ব প্রাপ্ত নেত্রী জারিতা লাইটফ্রাঙ্গ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা৷দুলাল ঘোষের দ্বিতল ভবনের উপর বৈঠক চলাকালীন আচমকা পনের কুড়িজন দুষ্কৃতীকারীরা রাস্তার পাশে দাঁড় করানো প্রদেশ কংগ্রেসের নতুন দুটি বুলেরো গাড়ি ভাঙচুর করে৷ পুলিশের সামনে সমস্ত ঘটনা ঘটলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ৷ বীরজিৎ সিনহা বলেন ঘটনা জানার সাথে সাথেই তিনি সিপাহীজেলার পুলিশ সুপারের সাথে কথা বলেন৷ পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী পাঠিয়ে কংগ্রেস নেতৃত্বদের উদ্ধার করে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করে৷ বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরেও নেওয়া হয়েছে৷ বীরজিৎ সিনহা বলেন এ ধরনের ঘটনা গণতন্ত্রের জন্য বিপদজনক৷ এই ঘটনার পুরো সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে৷ এই ঘটনায় যদি আসামীদের অতিসত্বর গ্রেপ্তার করা না হয় তাহলে কংগ্রেস দল বৃহত্তর আন্দোলন করবে৷