Attack:বড়মুড়ায় ভাল্লুকের আক্রমণে গুরুতর এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ বড়মুড়ার সোনাইকামি এলাকায় ভাল্লুকের আক্রমণে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ ভাল্লুকের আক্রমণে আহত ব্যক্তির নাম শম্ভু রূপিণী৷ ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাতে তিনি  ঘর থেকে প্রাকৃতিক কাজের তাগিদে বের হলে একটি ভাল্লুক তার ওপর হামলে পড়ে৷ তার চিৎকারে পরিবারের লোকজন এবং স্থানীয় লোকজনরা ছুটে আসেন৷ ততক্ষণে ভাল্লুকের আক্রমণে ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়৷ লোকজনরা ছুটে আসলে সেখান থেকে ভাল্লুকটি চলে যায়৷ ভাল্লুকের আক্রমণে আহত ব্যক্তিকে স্থানীয় লোকজনরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ বর্তমানে ওই ব্যক্তি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিকে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধা চরণ দেববর্মা জিবি হাসপাতালে গিয়ে ভাল্লুকের আক্রমণে আহত ব্যক্তিকে দেখে আসেন এবং তার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর করেন৷ তিনি ওই ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করেছেন৷