Draupadi Murmu:সোমবার শহরে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

কলকাতা, ১১ জুলাই ( হি.স.) : আজ সোমবার সন্ধ্যায় কলকাতায় আসছেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সকালে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। এদিন সন্ধ্যায় দমদম বিমানবন্দরের এসে পৌঁছবেন তিনি। সেখান থেকে সরাসরি চলে যাবেন জে ডাব্লু ম্যারিওট হোটেলে। সেখানেই রাতে থাকবেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ স্বামী বিবেকানন্দর জন্মস্থানে যাওয়ার কথা রয়েছে তাঁর। তারপর হোটেলে ফিরে এই রাজ্যের বিজেপির বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে তিনি নিজের হয়ে বিজেপি বিধায়কদের কাছে ভোট চাইতে পারেন। তবে তাঁর সফরের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চারদিনের পাহাড় সফরে যাচ্ছেন।

আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাষ্ট্রপতি হিসেবে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু। আমরা কোনও বিভাজন চাই না। আমাদের সঙ্গেও অনেক আদিবাসী-দলিত রয়েছেন। দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার কথা বিজেপি আগে আমাদের জানায়নি। বিষয়টি আগে জানালে আলোচনা করতাম। আমরা বিরোধীরা আলোচনা করে যশবন্ত সিনহা প্রার্থী ঘোষণা করেছি। অনেকটা পথ একসঙ্গে এগিয়ে গিয়েছি। এখন আমি একা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। একইসঙ্গে মমতা আরও বলেন, আমি চাই রাষ্ট্রপতি নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *