Assam:বন্যা কবলিত আলগাপুর রাজস্ব চক্র পরিদর্শন কমিশনার সচিবের

হাইলাকান্দি (অসম), ১১ জুলাই (হি.স.) : হাইলাকান্দি জেলার আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের কমিশনার সচিব তথা রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগ এবং এএসডিএমএ সিইও জ্ঞানেন্দ্রদেও ত্রিপাঠী।

আজ সোমবার জেলার ভারপ্রাপ্ত তথ্য ও জনসংযোগ আধিকারিক এম মালাকার (এসিএস) এক প্রেসবার্তায় এই খবর দিয়ে জানান, ররিবার হাইলাকান্দির জেলাশাসক রোহন ঝা সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত বন্যা প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। কালিনগর এলাকা সহ জলসম্পদ বিভাগ কর্তৃক বক্রিহাওর এলাকায় চলমান বাঁধের সংস্কারকার্যও পর্যবেক্ষণ করেন তিনি। এছাড়া পলারপার এবং পাঁচগ্রাম এলাকায় বন্যা কবলিত এলাকায় গৃহীত বিভিন্ন সংস্কারকাজ সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন জ্ঞানেন্দ্রদেও ত্রিপাঠী।

সরকারি প্রেসবার্তায় আরও জানানো হয়েছে, এসডিআরএফের রবার নৌকা করে বক্রিহাওয়ার এলাকার বানভাসি বিভিন্ন পরিবারের ঘরবাড়ি পরিদর্শন করে ক্ষয়ক্ষতি সম্পর্কে অবগত হয়েছেন রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগ এবং এএসডিএমএ সিইও জ্ঞানেন্দ্রদেও ত্রিপাঠী।

পরবর্তীতে হাইলাকান্দির জেলাশাসক সভাকক্ষে এক পর্যালোচনা সভায় যোগ দিয়েছেন তিনি। জেলাশাসক রোহন ঝা, পুলিশ সুপার গৌরব উপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বিভিন্ন সহযোগী বিভাগের আধিকারিকদের কাছ থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন রাজ্যের কমিশনার সচিব তথা রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগ এবং এএসডিএমএ সিইও জ্ঞানেন্দ্রদেও ত্রিপাঠী।।