গোয়ালপোখর, ১১ জুলাই (হি. স.) : উত্তর দিনাজপুরের দিঘলি জলাশয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। সোমবার ঘটনাটি ঘটে গোয়ালপোখর থানার ধরমপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় কয়েকজন মাঠে কাজ করতে যাচ্ছিলেন। সেইসময় তাঁরা জলাশয়ে মৃতদেহটি ভাসতে দেখেন। এরপর খবর পেয়ে গোয়ালপোখর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠায়।এখনও মৃতের পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।