Kuldeep Bishnoi :অমিত শাহ এবং জেপি নড্ডার সঙ্গে দেখা করলেন কংগ্রেসের বহিষ্কৃত কুলদীপ বিষ্ণোই

নয়াদিল্লি, ১০ জুলাই ( হি.স.) : রবিবার সকালে বিজেপির সভাপতি জেপি নড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন হরিয়ানা কংগ্রেসের বিদ্রোহী নেতা কুলদীপ বিষ্ণোই। কুলদীপ বিষ্ণোই শীঘ্রই বিজেপির সঙ্গে তার রাজনৈতিক ইনিংস শুরু করতে পারেন।

কুলদীপ বিষ্ণোই হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ভজন লালের ছেলে। ইতিমধ্যেই বিজেপির সঙ্গে জোট বেঁধেছেন তিনি। এখন দ্বিতীয়বার তিনি বিজেপির সঙ্গে যেতে প্রস্তুত। রাজ্যসভা নির্বাচনের সময়ও কুলদীপ বিষ্ণোই কংগ্রেস প্রার্থী অজয় মাকেনের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। তখন থেকেই তিনি কংগ্রেসের বিরোধী দলে ছিলেন। কুলদীপ বিষ্ণোইয়ের বিজেপিতে যোগদান নিয়ে বহু দিন ধরেই জল্পনা চলছিল। তার অবসান ঘটিয়ে রবিবার তিনি বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে দেখা করেন।
এই বৈঠকের পর নড্ডার সাক্ষাতের ছবি টুইট করে কুলদীপ বিষ্ণোই লিখেছেন, নড্ডাজির সঙ্গে দেখা করে খুব গর্বিত। তার সহজ চলাফেরা এবং নম্র স্বভাব তাকে মাইলের পর মাইল অন্যদের থেকে আলাদা করে। তাঁর সভাপতিত্বে বিজেপি দেশে অভূতপূর্ব উচ্চতা দেখেছে। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন কুলদীপ বিষ্ণোই। এই বৈঠকের পরে কুলদীপ বিষ্ণোই ছবি টুইট করে লিখেছেন, অমিত শাহের সঙ্গে দেখা করা সত্যিই সম্মান এবং আনন্দের। একজন সত্যিকারের রাষ্ট্রনায়কের সঙ্গে আমার আলাপচারিতায় তাঁর ক্যারিশমা অনুভব করেছি। ভারতের প্রতি তার দৃষ্টিভঙ্গি আশ্চর্যজনক।