Eid Festival :গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও ঈদ উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷  সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ আজ রাজ্যেও যথাযোগ্য ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়৷ এ উপলক্ষে গেদু মিয়ার মসজিদে ঈদের নামাজ আদায় অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন আদায় অনুষ্ঠানে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ শামিল হন৷ ঈদ মানেই আনন্দ , ঈদ মানেই খুশির উৎসব৷ সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীরা আজ সকাল থেকেই ঈদের আনন্দে মেতে উঠেন৷ রাজধানীর আগরতলা শহরের গেদু মিয়া মসজিদে ঈদের প্রধান নামাজ আদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷এছাড়া এদিন রাজ্যের অন্যান্য মসজিদগুলোতেও যথাযোগ্য মর্যাদায় ঈদের নামাজ আদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ ঈদ উপলক্ষে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে না পারে সেজন্য প্রশাসনের তরফ থেকে আগাম সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়৷ উল্লেখ্য মুসলিম ধর্মাবলম্বীদের কোরবানি ঈদের দিনে রাজ্যের বিভিন্ন স্থানে নানা উস্কানিমূলক কার্যকলাপ প্রতিহত করার জন্য প্রশাসন সদা সতর্ক রয়েছে৷ বিগত বছরও কোরবানি ঈদের দিনে নানা হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়েছিল৷ এ বছর যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আগে থেকেই প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে৷ সবকটি মসজিদ এবং মুসলিম ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকাগুলিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়ন করা হয়৷ ঈদ উৎসবকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোথাও থেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি৷
রবিবার সকাল থেকেই আগরতলা গেদু মিয়া মসজিদে  ঈদের নামাজ আদায়ের জন্য অসংখ্য সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী লোকজনদের সমাগম ঘটে৷ এখানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করা হয়৷ ঈদের নামাজ আদায় শেষে মুসলিম ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন৷ গেদু মিয়া মসজিদের ইমাম ঈদ উৎসবের মাহাত্ম্য তুলে ধরে বিস্তারিত আলোকপাত করেন এবং রাজ্য ও দেশবাসীর মঙ্গল কামনা করেন৷গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও ঈদ উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার খবর মিলেছে৷ খুশির ঈদের দিনে মুসলিম ধর্মাবলম্বীরা আত্মীয় পরিজনদের নিয়ে বাড়ি ঘরে মুখরোচক খাবারে মেতে উঠেন৷
আজ পবিত্র ঈদুল আযহা৷ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কৈলাসহর মহকুমার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগা এবং মসজিদে পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়৷ রবিবার সকাল ৭:৩০ মিনিটে বাবুরবাজার জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা প্রাঙ্গনে কৈলাসহরের সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়৷ নামাজ পাঠ করান মৌওলানা হাবিল আহমেদ কাছিমি প্রধান শিক্ষক বাবুর বাজার মাদ্রাসা৷ কৈলাশহরের দ্বিতীয় বৃহত্তম ঈদের নামাজ অনুষ্ঠিত হয় টিলা বাজার জামে মসজিদের ঈদগাহ মাঠে সকাল সাড়ে সাতটার সময়৷ পবিত্র ঈদের নামাজ পাঠ করান মৌলানা ইউসুফ আলী৷  ঈদ সম্পর্কে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ আহমেদ৷  কৈলাশহর জামে মসজিদে পবিত্র ঈদের  নামাজ অনুষ্ঠিত হয় সকাল নয়টায়৷ ঈদের নামাজ পাঠ করান হাফিজ আব্দুল জলিল৷ নুরপুর ঈদগাহ ময়দানে সকাল সাতটা ত্রিশ মিনিটের সময় নামাজের পর পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়৷ ঈদের নামাজ পাঠ করান মাওলানা মখলিছুর রহমান৷কুবঝার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৭:৩০ মিনিটে৷  ঈদের নামাজ পাঠ করান আবু মোঃ এহিয়া আল কাসেমী৷ রাঙ্গাউটি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাতটা ৪৫ মিনিটে৷ ঈদের নামাজ পাঠ করান মৌলানা আব্দুল ছবুর সাহেব৷ লাঠিয়াপুরা ঈদগাহ ময়দানে আমার বাবা এক্সিবিশন ফোরজি ফোরজি ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাতটার সময়৷ ঈদের নামাজ পাঠ করান  ঈমানি মিয়া৷ ফয়েজা জলিল মদনিয়া মাদ্রাসায় ঈদের নামাজ  অনুষ্ঠিত হয় সকাল ৬:৩০ মিনিটের সময়৷ ঈদের নামাজ পাঠ করান মাওলানা হাফিজ মঈনুল হক চৌধুরী৷সফরী কান্দি জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল আটটার সময়৷ ঈদের নামাজ পাঠ করান মৌলানা সালে আহমেদ৷   ঈদের নামাজ শেষে যে যার বাড়িতে কোরবানি গোপনীয়তা বজায় রেখে কুরবানী দিয়ে সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা পালন করেন৷ আজকের এই ঈদুল আযহার দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কৈলাশহর জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, কৈলাশহরের বিধায়ক মবশ্বরে আলী, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান, ইউনাইটেড  ভলেন্টিয়ার্স এসোসিয়েশনের পক্ষে শুভেচ্ছা জানানো হয়৷ কৈলাশরের বিশিষ্ট ওলামায়ে কেরাম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ৷