GB Hospital:জিবি হাসপাতালে মৃতদেহ অদলবদলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ রাজ্যের স্বাস্য ব্যবস্থার এ কোন করুন চিত্র৷ শেষ পর্যন্ত এবার মৃতদেহ অদল বদলের অভিযোগ উঠল৷ সোনামুড়ার বাসিন্দা অর্চনা দাস গায়ে আগুন লাগিয়ে আত্ম হত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তার নিকট আত্মীয়৷ তাকে নিয়ে আসা হয়েছিল আগরতলা মেডিকেল কলেজে৷ সেখানে তার মৃত্যু হয়৷ মৃতদেহ আজ সকাল ৯ টা নাগাদ মর্গ থেকে বের করার পর দেখা যায় যে অন্য এক লোকের মৃতদেহ ধরিয়ে দেওয়া হয়েছে অর্চনা দাস বলে৷ সঙ্গে সঙ্গে কথা বলেন মর্গের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে৷ তারা বলেন হয়তো বা অন্য কোন মৃতদেহের সঙ্গে অদল বদল হয়ে গেছে৷ তা ঠিক কিছুক্ষণ আগেই আগরতলায় এলাকার একটি মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে বটতলা শ্মশানে৷ অর্চনা দাসের পরিবারকে বলা হয় বটতলা গিয়ে যেন তারা মৃতদেহ বদলি করে আনেন৷ যদিও পরবর্তী সময় পুলিশে হস্তক্ষেপে অর্চনা দাসের পরিবারের হাতে তার মৃতদেহ তুলে দেওয়া হয়েছে৷ চিকিৎসা পরিষেবারই নগ্ণ চিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্চনা দাসের পরিবার৷ খোদ রাজধানীতে এধরনের চিকিৎসা পরিষেবায় সাধারণ নাগরিকের মনে রাজ্যের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ণ দেখা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *