নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): সমাজ গঠনে যুব সমাজকে আরও এগিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে ”মাই হোম” ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনের উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেছেন, সমাজ গঠনে যুব সমাজকে আরও এগিয়ে আসতে হবে। আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে উদ্যোগী হতে হবে যুবকদের।
রাষ্ট্রপতি এদিন নিজের বক্তৃতায় আরও বলেছেন, সমগ্র বিশ্বে ভারতে সবচেয়ে বেশি সংখ্যক কিশোর ও যুবক রয়েছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের একটি অনুমান অনুসারে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম যুব জনসংখ্যার দেশগুলির তালিকায় ভারত শীর্ষে থাকবে। একে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। এই পরিস্থিতি আমাদের দেশের জন্য একটি সুযোগ। রাষ্ট্রপতি আরও বলেছেন, এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে বর্তমানে ভারতীয় যুবকরা তাদের প্রতিভার জোরে অনেক স্টার্ট-আপের ভিত্তি স্থাপন করেছেন। আজকের তরুণরা চাকরিপ্রার্থী থেকে চাকরি নির্মাতা হওয়ার পথে। এটি এমন একটি উদ্যোগ যা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে।