আগরতলা, ৯ জুলাই : রবিবার ঈদুজ্জোহা তথা কুরবানি ঈদ। ঈদকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে রাজ্যের মসজিদগুলোতে। একইভাবে প্রস্তুতি চলছে রাজধানীর গেদু মিয়া মসজিদ সহ শান্তি পাড়া টাউন মসজিদে। রাত পোহালেই কুরবানি ঈদ। ঈদের আনন্দে মেতে উঠবেন মুসলিম ধর্মাবলম্বীরা। আগামীকাল সকাল সাড়ে ৮ টায় ঈদের নামাজ আদায় হবে। সরকারের নির্দেশ অনুযায়ী নিয়ম মেনে কুরবানীও হবে বলে জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আনু মিয়া। এবার মসজিদের নামাজ পড়াবেন মৌলানা বোরহানউদ্দিন সাহেব।
2022-07-09

