Rajnath Singh :যুদ্ধ জাহাজ উদ্বোধন করতে কলকাতায় আসছেন রাজনাথ সিং

কলকাতা, ৯ জুলাই (হি. স) : যুদ্ধ জাহাজ উদ্বোধন করতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর আগামী ১৫ জুলাই কলকাতায় আসার কথা রয়েছে প্রতিরক্ষামন্ত্রীর।

কলকাতায় গার্ডেনরিচে শিপ বিল্ডার্সে একটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করবেন রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রী যে যুদ্ধ জাহাজটি উদ্বোধন করবেন সেটি, পি-১৭ আলফা গোত্রের ফ্রিগেট যুদ্ধজাহাজ। মোট ৭ টি ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরি করা হচ্ছে। তার মধ্যে কলকাতায় গার্ডেন রিচে একটির উদ্বোধন করা হয় গত বছর। সেটির উদ্বোধন করেন প্রয়াত সেনা প্রধান বিপিন রাওয়াত।

গার্ডেন রিচ শিপ বিল্ডার্স মোট তিনটি ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরির বরাত পেয়েছে। তার মধ্যে গত বছর একটি উদ্বোধন হয়। এবং আগামী ১৫ জুলাই আর একটি যুদ্ধজাহাজের উদ্বোধন হবে প্রতিরক্ষামন্ত্রীর হাত ধরে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স যেমন তিনটি ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরির কাজ চলছে জোরকদমে, অন্যদিকে মাঁজাগাঁও ডকে বাকি চারটি ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরির কাজ চলছে।