১.০৭-লক্ষাধিক দৈনিক সংক্ৰমণ, আমেরিকায় কোভিডে মৃত্যু আরও ৩০৩ জনের

ওয়াশিংটন, ৯ জুলাই (হি.স.): আমেরিকায় করোনাভাইরাসের প্রকোপে রাশ টানাই যাচ্ছে না। মার্কিন মুলুকে ফের বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যা, ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যাও। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ০৭ হাজার ৯৭৭ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩০৩ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৯০,২৭৩,০৭৯-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ।

আমেরিকায় সময় অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩০৩ জনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা ১০ লক্ষ ৪৫ হাজার ৭৪০-এ পৌঁছেছে। ওয়ার্ল্ডোমিটার-এর দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ০৭ হাজার ৯৭৭ জন। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৮৫,৭১৬,০১৫ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩,৫১১,৩২৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *