কলকাতা, ৯ জুলাই (হি. স.) : অমরনাথে আটকদের উদ্ধারের আশ্বাস দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার দুপুরে তিনি টুইটারে লেখেন, “অমরনাথের বিপর্যয়ে আমি স্তম্ভিত ও হতবাক। নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা, আটকে পড়াদের প্রতি সংহতি জানাই। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে (০৩৩-২৩১৪৩৫২৬), আমাদের দিল্লির রেসিডেন্ট কমিশনারের (আরসি) অফিস সক্রিয় রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারকে সংযুক্ত করা হয়েছে। আমাদের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সাহায্য করা হবে।“
রাজ্যের মোট কতজন দূর্ঘটনাগ্রস্থ হয়েছেন সেই বিষয়ে কোনও তথ্য শনিবার দুপুর পর্যন্ত নবান্ন সূত্রে পাওয়া যায়নি।