শীতলকুচি, ৯ জুলাই (হি. স.) : কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শোভাগঞ্জ গ্রামে মদের ঠেক বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন স্থানীয় মহিলারা। শনিবার গোঁসাইরহাট-আক্রারহাট সড়কে বাঁশ দিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তাঁরা।
দীর্ঘদিন ধরেই ওই গ্রামে দুটি বাড়িতে মদ বিক্রির অভিযোগ উঠছিল। স্থানীয়রা জানান, সন্ধ্যা হলেই মদের আসর বসে এলাকায়। প্রতিবাদ করলেই হুমকি দেওয়া হয়। এর আগেও শীতলকুচি থানার পুলিশ বেশ কয়েকবার এলাকায় হানা দিয়ে দেশি ও বিদেশি মদ বাজেয়াপ্ত করে। কিন্তু কোনও লাভ হয়নি। কয়েকদিন পরই ঠেকে ফের রমরমিয়ে মদ বিক্রি শুরু হয়। এলাকায় মদ বিক্রি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন মহিলারা। এই বিষয়ে শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, পুলিশ অবৈধ মদ বিক্রি বন্ধ করতে লাগাতার অভিযান চালাচ্ছে। স্থানীয়রা পুলিশকে সহযোগিতা করলে মদের ঠেক সহজে বন্ধ হবে। হিন্দুস্থান সমাচার / সোনালি
মায়ের ইস্তফার পরেই দলের আজীবনের সভাপতি নির্বাচিত হলেন জগন্মোহন
হায়দরাবাদ, ৯ জুলাই ( হি.স.) : শুক্রবার অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের সাম্মানিক সভাপতির পদ ছেড়েছিলেন ওয়াইএস বিজয়াম্মা। শনিবার তাঁর ছেলে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিকে ‘আজীবনের সভাপতি’ পদে নির্বাচিত করা হল। শনিবার দলের কর্মসমিতির অধিবেশনের দ্বিতীয় তথা শেষদিনে জগনকে সর্বসম্মত ভাবে ‘আজীবনের সভাপতি পদে নির্বাচিত করা হয়। প্রসঙ্গত, ২০১৭ সালে জগন ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
প্রসঙ্গত, জগনের সঙ্গে মতবিরোধের জেরে তেলঙ্গানার শর্মিলা বছর খানেক আগে ওয়াইএসআর কংগ্রেস ছেড়ে প্রয়াত বাবার নামে নতুন দল গড়েছিলেন। শুক্রবার অধিবেশনের সূচনাতেই সাম্মানিক সভাপতির পদ ছাড়ার কথা ঘোষণা করেন জগনের মা বিজয়াম্মা। ছেলের সঙ্গ ছেড়ে মেয়ে শর্মিলার নয়া দল ওয়াইএসআর তেলঙ্গানা পার্টিতে যোগদানের ইঙ্গিত দেন অখণ্ড অন্ধ্রের প্রয়াত মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ওয়াইএস রাজশেখর রেড্ডির স্ত্রী।