আগরতলা, ৯ জুলাই (হি. স.) : ত্রিপুরার মুখ্য সচিবের পদ থেকে সরানো হয়েছে কুমার অলককে। তাঁকে সিপার্ডের ডিজি পদে বদলি করা হয়েছে। আপাতত, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব জে কে সিনহাকে মুখ্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে।
ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে বিপ্লব কুমার দেব পদত্যাগ দেওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ডা: মানিক সাহা। নতুন মন্ত্রিসভা গঠনের পর থেকেই মুখ্য সচিব পরিবর্তনের জল্পনা শুরু হয়েছিল। এরই মধ্যে, মন্ত্রিসভাকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছিল মুখ্য সচিব কুমার অলকের বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁর কাজে মন্ত্রিসভা ভীষণ অসন্তোষ, এমনই খবর মিলেছিল।
ফলে, মুখ্য সচিব পরিবর্তনের জল্পনা বাড়তেই থাকে। আজ সকলকে চমকে দিয়ে ত্রিপুরা সরকার মুখ্য সচিব পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিপূর্বে মনোজ কুমারকে মুখ্য সচিবের পদ থেকে সরিয়ে নয়াদিল্লি ত্রিপুরা ভবনের স্পেশাল চিফ রেসিডেন্ট কমিশনার পদে বদলি করা হয়েছিল। এরপরই কুমার অলক ত্রিপুরার মুখ্য সচিবের দায়িত্ব পান। মনোজ কুমারের বিরুদ্ধেও সরকারকে বিভ্রান্ত করার অভিযোগ ছিল।আজ ত্রিপুরা সরকারের অবর সচিব মহম্মদ এইচ রহমান এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, মুখ্য সচিব কুমার অলককে সিপার্ডের ডিজি পদে বদলি করা হয়েছে। তাঁর বদলে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব জে কে সিনহা মুখ্য সচিবের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। এছাড়া, সাধারণ প্রশাসন (পার্সোনাল এণ্ড ট্রেনিং) দফতরের প্রধান সচিব এল এইচ ডারলং-কে সিপার্ডের ডিজি পদে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।