মঙ্গলবার হবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য

টোকিও, ৯ জুলাই ( হি.স.) : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে আততীয়র গুলিতে মারা যাওয়ার পর তাঁর মরদেহ টোকিওর বাড়িতে ফিরে আসে। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, আবের মরদেহ বহনকারী গাড়ি দুপুর দেড়টার নাগাদ শিবুয়া জেলায় তাঁর বাড়িতে পৌঁছায়। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও মৃত প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে যান।
প্রসঙ্গত, শুক্রবার নির্বাচনের দুদিন আগে পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে প্রচারে বক্তৃতা দেওয়ার সময় এই নেতাকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, ইয়ামাতো-সাইদাইজি রেলওয়ে স্টেশনের সামনে কথা বলার সময় ৪১ বছর বয়সী এক ব্যক্তি সকাল সাড়ে ১১টার দিকে পিছন থেকে গুলি করে। ৬৭ বছর বয়সী আবে-র উপর দুটি গুলিবিদ্ধের পর মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *