Congress:বাধারঘাট কেন্দ্রে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

আগরতলা, ৯ জুলাই৷৷  প্রদেশ কংগ্রেসের গোষ্ঠী কোন্দল অব্যাহত৷ বাধারঘাট ব্লক কংগ্রেস কমিটির সভাপতি দিলীপ কুমার দেব শনিবার নাম না করে অপর নেতা রতন দাসকে আক্রমণ করেন৷ অভিযোগ তিনি সভাপতিকে অমান্য করে এলাকায় বিভিন্ন কমিটি করার তৎপরতা চালিয়ে যাচ্ছেন৷ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মীদের বিভ্রান্ত না হতে আহ্বান রাখেন ব্লক সভাপতি৷ 

তিনি আরো জানান, এই ব্যাপারে ইতিমধ্যেই প্রদেশ সভাপতিকে জানানো হয়েছে৷ যারা এ ধরনের  বদ মানসিকতা নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড সংঘটিত করার চেষ্টা করছে তাদেরকে চিহ্ণিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার দাবি রেখেছেন তিনি৷ 

উল্লেখ্য দিলীপ কুমার দাসের নেতৃত্বে সেখানে ২০১৮ সালে ভোট ছিল ৮০৫টি, ২০১৯ সালে লোকসভা ভোটে তা বেড়ে হয় ৮৪৯৯ টি৷ পাশাপাশি ২০১৯ এর উপ নির্বাচনেও ৯১০৬ টি ভোট কংগ্রেসের ঘরে এসেছিল৷ যাই হোক, এখন দেখার এই গোষ্ঠী কোন্দল রুখতে প্রদেশ কংগ্রেস কি প্রকার ব্যবস্থা গ্রহণ করে৷