Accident:অমরনাথ দুর্ঘটনা : উদ্ধারকাজে ব্যস্ত বিএসএফ

নয়াদিল্লি, ৯ জুলাই ( হি.স.) : শুক্রবার সন্ধ্যায় অমরনাথ গুহার কাছে আকস্মিক মেঘভাঙা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৪০ তীর্থযাত্রী নিখোঁজ এবং বহু তীর্থযাত্রী আহত হয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগের পরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি) এর দলগুলি ত্রাণ ও উদ্ধার কাজে নিযুক্ত রয়েছেন।

দিল্লি সদর দফতরের বিএসএফ মুখপাত্রের মতে, গতকাল অমরনাথে হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তাঁবুতে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়। তাদের মধ্যে কয়েকজন স্তূপের নিচে চাপা পড়েছিলেন, তাদের উদ্ধারে বিএসএফ দল মোতায়েন করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের চিকিৎসকদের সঙ্গে সেখানে উপস্থিত বিএসএফ চিকিৎসকরাও।